মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ফুটবল মাঠে গতকাল বিজয় বাবু স্মৃতি ক্রিকেট মাঠে কুমারখালী একাদশকে ১৭ রাতে হারিয়ে মুন্সিগঞ্জ সংহতি সংঘের শুভ সুচনা হয়েছে। জানা গেছে, গতকাল দুপর ১টার সময় মুন্সিগঞ্জ সংহতি সংঘ টস জিতে নির্ধারিত ২০ ওভারে ১৯৫ রান করে। জবাবে কুমারখালী স্পোটিং ক্লাব একাডেমি ২০ ওভারে ১৭৮ রান করে। মুন্সিগঞ্জ সংহতি সংঘ ১৭ রানে জয়লাভ করে। মুন্সিগঞ্জ সংহতি সংঘের পক্ষে রিকু ২৯ রান ও ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। খেলাটির সার্বিক পরিচালনায় করেন স্বরাজ, তাপু, রনি, টুটুল, মারুফ, বিকু, শাকিল, সবুজ ও সাংবাদিক অনিক সাইফুল।