টিপ্পনী:

খবর: (দামুড়হুদার বিভিন্ন পল্লিতে নীরব চাঁদাবাজি)

মাথায় ধরে নলের আগা

নয়ে হাতিয়ে জমি-জাগা

কোথায় আছে পয়সা-টাকা

করছে ওরা তবিল ফাঁকা।

 

কাটছে পকেট কাটছে ভুড়ি

একটু হলেই ঊনিশ-কুড়ি,

উঠছে হয়ে মস্ত খুনি

দেখছি চোখে কানে শুনি।

 

টেরর গোড়ে দলে দলে

লুটছে কড়ি ছলে বলে,

বললে কিছু সর্বনাশ

দিনদুপুরে পড়ছে লাশ।

 

-আহাদ আলী মোল্লা