আহাদ আলী মোল্লা
সাত কুকুরের মিটিং চলে
দিব্যি রোডের মাঝে,
হোক্তা কুকুর হঠাৎ করে
আসে তাদের মাঝে।
এই কুকুরের অত্যাচারে
বাইরে যাওয়া মানা,
একটা কুকুর দুটো কুকুর
কুকুরের কারখানা।
রাতে তাদের জটলা দেখে
ভীষণ লাগে ভীতি,
আজ এখানে কুকুর ঘোরে
ব্যাপক পরিস্থিতি।
পুচকে কুকুর মোড়ল কুকুর
করছে রোডে খেলা,
তাদের দেখে আঁতকে উঠি
আতঙ্কে যায় বেলা।
সূত্র: (চুয়াডাঙ্গায় বেওয়ারিশ কুকুরের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে)