আলমডাঙ্গা ব্যুরো: লাইসেন্স না থাকায় আলমডাঙ্গার দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সে সময় লাইসেন্স বিহীন ইটভাটা চালানোর অপরাধে আলমডাঙ্গার ব-বিলের এসএসবি ব্রিকস’র মালিক মতিয়ার রহমান বাবুকে ১ লাখ ও এইচএস ব্রিকস’র মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ), ২০১৩ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৪ ধারা মতে এ জরিমানা আদায় করা হয়। সে সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে পেশকার আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।