আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৯ জন মাদকসেবীকে আটক করেছে। গতকাল ও গতপরশু রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খানের নির্দেশে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, উপজেলার মাজহাট গ্রামের উত্তম দাসের ছেলে দেবাশীস ও একই গ্রামের দাউদ আলীর ছেলে সুরুজ আলী এবং বকুল হোসেনের ছেলে রিগান আলী বেশ কিছুদিন যাবৎ মাদকসেবন করে বলে জানা গেছে। গতপরশু রাতে পাঁচকমলাপুর ক্যাম্পের ইনচার্জ বিএম আফজাল অভিযান চালিয়ে গভীর রাতে তাদেরকে একটি ফ্রিডম মোটরসাইকেলসহ আটক করে। গতপরশু রাতেই ঘোলদাড়ি গ্রামের আইয়ুব আলীর ছেলে বকুল হোসেনকে গাঁজা সেবনের সময় আলমডাঙ্গা থানার এএসআই খালিদ হোসেন আটক করে। গতকাল আলমডাঙ্গা থানার এসআই একরামুল, এসআই সাখাওয়াত, এএসআই মোস্তফা অভিযান চালিয়ে বেলগাছী গ্রামের সিফাতের ছেলে মাদকসেবী আরিফ ও একই গ্রামের খোদাবক্সের ছেলে আবুহান, কেদারনগর গ্রামের আরজ আলীর ছেলে রাজ্জাক ও একই গ্রামের নছর আলীর ছেলে হ্যাবা এবং জোড়গাছা গ্রামের কাসেমের ছেলে লিপটনকে গাঁজাসেবনকালে আটক করে।