স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বেওয়ারিশ কুকুরের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। মাঝে মাঝে কুকুরের কামড়ে আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের অলিতে গলিতে আশঙ্কাজনকভাবে বেওয়ারিশ কুকুর বৃদ্ধি পেয়েছে। কুকুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে শহরবাসী। রাত নেই দিন নেই চলার পথে পথচারী থেকে শুরু করে সব ধরনের মানুষ কুকুরের অত্যাচারের শিকার হচ্ছে। মাঝে মধ্যেই কুকুরে কামড়িয়ে আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ গত শুক্রবার বিকেল ৫টার দিকে দক্ষিণ হাসপাতালপাড়ার ভাড়াটিয়া মামুনের সাড়ে তিন বছরের শিশু পুত্র নাইয়ানকে কামড়িয়ে আহত করে। আরও এক শিশুকে কামড়ালেও নাম ঠিকানা পাওয়া যায়নি। এদিকে ঘটনার পর থেকে এলাকাবাসী পাগলা কুকুরকে তাড়িয়ে ধরে পিটিয়ে হত্যা শুরু করেছে। চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর নারগিস জাহান জানান, চুয়াডাঙ্গা শহরে সর্বশেষ ২০১৪ সালে বেওয়ারিশ কুকুর নিধন করা হয়। তারপর ওই বছরেই হাইকোর্ট কুকুর নিধন বন্ধে নিষেধাজ্ঞা প্রদান করে। একই সাথে নিয়ন্ত্রণের কথা বলে। এদিকে সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভাকে এলইপি ভ্যাকসিন প্রতিবছর একটি কুকুরকে ৩ মিলিমিটার দেয়ার জন্য চুয়াডাঙ্গা প্রাণিসম্পদ অধিদফতর পরামর্শ দেয়। কিন্তু পৌরসভা এ বিষয়ে কর্ণপাত করেনি। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সত্যতা স্বীকার করেছে।