স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের কোটালী দর্শনাপাড়ার স্কুলছাত্র জিহাদ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধীক্ষণে। জলাতঙ্ক রোগে আক্রান্ত জিহাদ প্রতিবেশী এক কবিরাজের অপচিকিৎসার শিকার। জিহাদ চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর ইউনিয়নের কোটালী দর্শনাপাড়ার বাবুর ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র। গতকাল সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা জিহাদের মা সেলিনা খাতুন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, গত দেড়মাস আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে জিহাদের পিঠে কুকুরে কামড় দেয়। এ ঘটনা প্রতিবেশী আব্দুল রাজ্জাকের স্ত্রী সেলিনা বেগম জানতে পারে। পরে সেলিনা বেগম তার বাড়ির পাশে থাকা একটি গাছের শেকড় খাইয়ে বলে এতেই জিহাদ ভালো হয়ে যাবে। তবে এ ঘটনা কাওকে বলা যাবে না। যদি জিহাদের পেটে ব্যাথা করে তাহলে তাকে যেন বলা হয়। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে জিহাদের পেটে ব্যাথা শুরু হয় এবং ঘনঘন বমি করতে থাকে। অবস্থা বেগতিক দেখে প্রতিবেশী সেলিনা বেগম জিহাদকে হাসপাতালে নিতে বলে। জিহাদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত ডা. আবু হাসান মোহাম্মদ ওয়াহেদ রানা বলেন, জিহাদের অবস্থা আশঙ্কাজনক। জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে বিষ তার মস্তিস্কে সারা শরীরে ছড়িয়ে পড়েছে। উন্নত চিকিৎসার জন্য জিহাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।