কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া মিরপুরে এক ধান ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় অর্ধলাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত যুবকের নাম তারেক। তিনি ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের হাজি জালাল উদ্দিন জালুর ছেলে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের মিরপুর-বহলবাড়িয়া সড়কের সাতবাড়িয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। তারেক ইঞ্জিন চালিত আলমসাধুযোগে ধান কেনার জন্য যাচ্ছিলেন। ওই স্থানে পৌঁছুলে দুই ছিনতাইকারী মোটরসাইকেলযোগে পথরোধ করে অস্ত্রের মুখে তারেককে কুপিয়ে ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।