খালেদা জিয়ার মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিএনপির অনশন কর্মসূচি পালন
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে এ কর্মসূচি পালিত হয়। অনশনে অংশ নিয়ে বক্তারা বলেন, তিন তিন বারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতেই প্রহসনের মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। খালেদা জিয়াকে বাদ দিয়ে কোনো নির্বাচন বাংলার মাটিতে হতে দেয়া যাবে না উল্লেখ করে অবিলম্বে বিএনপির চেয়ারপারর্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর নিঃশর্ত মুক্তিসহ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঘোষিত সাজা বাতিলের দাবি জানান। বক্তারা বলেন, দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের সুযোগ দিতে হবে। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচন হবে না ও জনগণ তা মেনে নেবে না। এছাড়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
চুয়াডাঙ্গায় জেলা বিএনপি গতকাল বুধবার জেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে গণঅনশন কর্মসূচি পালন করে। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু। সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর মন্টুর উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান মনি, জেলা যুবদল নেতা আশরাফ বিশ্বাস বিল্টু, মোখলেছুজ্জামান মোখলেছ, মামুন রেজা সবুজ, আরিফুজ্জামান পিন্টু, আতিয়ার রহমান লিটন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সহআপ্যায়ন বিষয়ক সম্পাদক শরিফ উর জামান সিজার, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, জেলা ওলামা দলের সভাপতি ফজলুর রহমান। আরও উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আতিয়ার রহমান, তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, বিএনপি নেতা শুকুর আলী টুকু, আবুল হোসেন টোটন, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আইনুল ইসলাম, বিএনপি নেতা আশরাফ উদ্দিন রুবেল, কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার আলাউদ্দিন আলা, সাবেক মেম্বার আমির হোসেন, যুবদল নেতা বকুল আহমেদ, ছোট আজাদ, হাসমত, সাগর প্রমুখ।
অপরদিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার সকাল ১০টা থেকে শহরের কেদারগঞ্জস্থ বিএনপির কার্যালয়ের সামনে এই অনশন কর্মসূচি পালন করা হয়। চলে দুপুর ১টা পর্যন্ত। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অনশনে বসেন। এ সময় অনশনে অংশ নিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আরশেদ আলী কালু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রবিউল হক বাবলু, জেলা যুবদলের আহ্বায়ক সদ্য কারামুক্ত খালিদ মাহমুদ মিল্টন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিব খান প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাজান খাঁনের সঞ্চালনায় অনশন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একরাম হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রসুল, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি ইনতাজ আলী, আলমডাঙ্গা উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক শমসের আলী, ঠান্ডু মালিথা, চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, সালমন হক উজ্জল, আরিফ, কাজল মল্লিক, জেলা ছাত্রদলের সদস্য আরিফ হোসেন, মেহেদী ও রনি।
এদিকে, সাহিত্য পরিষদ চত্ত্বরে বেলা ১১টা থেকে শুরু হয়ে এক ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়। অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. শরীফুজ্জামান। পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের পিটুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর থানা বিএনপি’র সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি খাইরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোকাররম হোসেন, সদস্য মনিরুজ্জামান লিপটন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, আশাদুল হক বটুল, রাশেদুল ইসলাম রাশেদ, হাসানুজ্জামান হাসান, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার প্রমুখ। পরিচালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।
মেহেরপুর অফিস জানিয়েছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল বুধবার সকাল ১০টা থেকে শুরু হয় মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে অনশন কর্মসূচি। কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন। অনশন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আনছারুল হক, ইলিয়াছ হোসেন, শেখ সাঈদ আহমেদসহ পৌর, থানা ও জেলা নেতৃবৃন্দ। অনশন কর্মসূচি পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।