আওয়ামী লীগ সরকার সবসময় অসহায় গরীবদের পাশে থাকে
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আবাসন প্রকল্পে অগ্নিকান্ডেক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সংসদ সদস্য হাজি আলী আজগর টগর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নগদ অর্থ প্রদান ও ঢেউটিন প্রদান করেন। এ সময় এমপি আলী আজগার টগর বলেন, বর্তমান সরকার সবসময় গরীব অসহায়দের পাশে থাকে। এ সরকার গরীব দুখীদের সরকার। কৃষকদের আজ আর লাইন দিয়ে সার তেল নিতে হয় না। সরকার আজ ১০ টাকা কেজিতে চাল দিচ্ছে। দেশকে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে নতুন করে পরিচয় করে দিয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি আলী আজগার টগর ১০ পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা ও ঢেউটিন প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সহসভাপতি সহিদুল হক, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মদনা-পারকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামীগের সম্পাদক নজির আহম্মেদ, জেলা কৃষকলীগের মৎস্য ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের বিশ্বাস, হাকিম মেম্বর, রেজাউল করিম মিন্টু বিশ্বাস, মন্টু মেম্বর, রেজাউল করিম, সানোয়ার হোসেন মন্টু, শহিদুল সর্দার সরোয়ার হোসেন, মো. সৈয়দ, আশাদুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজ্জাক মেম্বার, সম্পাদক মুস্তাফিজ কচি, যুগ্ম-সম্পাদক শরীফুজ্জামান শরীফ, দফতর সম্পাদক বখতিয়ার বকুল, কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান বিশ্বাস রানা, সম্পাদক সানাউল কবির শিরিন, ছাত্রলীগ নেতা তুহিন আক্তার, রিয়াদ, শিবলু প্রমুখ। উল্লেখ্য, গত সোমবার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গার ৪ নং আবাসন প্রকল্পের ভৈরব ছাউনিতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে ১০টি বসতবাড়ি নিমিষে ভস্মীভূত হয়ে যায়।