বেগমপুর প্রতিনিধি: ঘরে স্ত্রী পুত্র রেখে দ্বিতীয় বিয়ে করে গ্যাড়াকলে পড়েছে আকন্দবাড়িয়ার ফার্মপাড়ার ছিদ্দিক। প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় ছিদ্দিক এখন পুলিশের খাঁচায়।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া ফার্মপাড়ার মওলা বক্সের ছেলে বিয়েপাগল ছিদ্দিক (৩৮) ঘরে স্ত্রী পুত্র রেখে কয়েকদিন আগে একই পাড়ার নুরজেলের স্ত্রী দু’সন্তানের জননী ফলিকে ভাগিয়ে নিয়ে যায়। এ ঘটনায় প্রথম স্ত্রী রেনুকা বেগম ছিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সে মামলায় ওয়ারেন্টভুক্তে আসামি ছিদ্দিক। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই রবিউল ইসলাম দর্শনা বাসস্ট্যান্ড থেকে ছিদ্দিককে গ্রেফতার করেন।