মহেশপুর প্রতিনিধি: গতকাল বুধবার দিবাগত রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশুমপুর ও বাঘাডাঙ্গা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদ ও ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে বিজিবি।
বিজিবি ও থানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাতে কুশুমপুর বিওপির নায়েব সুবেদার মাহাবুবুর রহমানের নেতৃত্বে উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের আজিজুর ম-লের ছেলে শাহাজান ম-লকে ৪১ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। অন্যদিকে একই রাতে বাঘাডাঙ্গা বিওপির হাবিলদার খাইরুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে বাঘাডাঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে হাফিজুর রহমানকে ৩৯ বোতল মদসহ আটক করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। আসামিরা জানিয়েছে, তারা গরু ব্যবসায়ী তাদেরকে বাড়ি থেকে ধরে এনে ফেনসিডিল ও মদ দিয়ে চালান দেয়া হয়েছে। থানায় দায়িত্বরত এএসআই একরামুল জানান, বিজিবি’র এজাহারের সূত্র ধরে মামলা দায়ের হয়েছে।