ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা আশ্রয়ন প্রকল্পে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে কম্বল ও নগদ টাকা দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য শিল্পপতি হাজি মো. মখলেসুর রহমান টিপু তরফদারের পক্ষে এসব বিতরণ করেন জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফজলুর রহমান। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা বিএনপি নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ঘরগুলো ঘুরে দেখেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আশরাফুল হক বাবলু, উপজেলা বিএনপি নেতা আব্দুল আলীম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা আশরাফুল হক, হেলাল উদ্দীন, ইউপি সদস্য আসলাম উদ্দীন ও যুবদল নেতা কুতুব উদ্দীন প্রমুখ।