মুজিবনগর প্রতিনিধি: আগামী ২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা অডিটোরিয়াম হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা খুরশিদ আলম, ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বল্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতিন, কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি কুতুবউদ্দীন, মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সফিসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।