আলমডাঙ্গা ব্যুরো: বিশ্ব ভালোবাসা দিবসে জমকালো আয়োজনে আলমডাঙ্গার বিশিষ্ট যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দীনের ৭৭তম জন্মদিন পালন করে দৃষ্টান্ত সৃষ্টি করলেন সহযোদ্ধা ও নাতি-নাতনিরা। বয়োবৃদ্ধ যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার কলেজপাড়াস্থ কমান্ডার হাউজে উৎসবের আয়োজন করা হয়। তার জন্মদিনে আত্মীয়-স্বজনসহ শোভাকাক্সিক্ষরা উপস্থিত হয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।