আলমডাঙ্গা ব্যুরো: সময়মত অফিসে উপস্থিত না হওয়া, দলিল লেখকদের সাথে অশালীন আচরণসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে। সঠিক সময়ে অফিসে না আসার ফলে ব্যাপক হয়রানির শিকার হতে হচ্ছে জমি ক্রেতা-বিক্রেতাদের। এ অবস্থা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, আলমডাঙ্গায় সম্প্রতি সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন মামুন বাবর ওরফে মিরোজ। তিনি যোগদানের পর থেকেই অফিসে সময়মত উপস্থিত না হয়ে প্রতিদিন বেলা আড়াইটা থেকে ৩টার দিকে উপস্থিত হয় বলে অভিযোগ উঠেছে। সিনিয়র দলিল লেখক হাফিজুর রহমান বাবলু, গোলাম কবির অভিযোগে জানান, সাব-রেজিস্ট্রার হিসেবে মিরোজ যোগদান করার পর থেকেই নিয়মিতভাবে বেলা আড়াইটা থেকে ৩টার দিকে অফিসে আসেন। ফলে উপজেলার প্রত্যন্ত গ্রামের জমি ক্রেতা-বিক্রেতারা চরম বিপাকে পড়েছেন। একে তো আলমডাঙ্গা একটা বৃহত্তম উপজেলা। তারপর সপ্তায় মাত্র ২ দিন রেজিস্ট্রি হয়ে থাকে। সকালে বাড়ি থেকে এসে সারাদিন রেজিস্ট্রি অফিসে দিন কেটে যায় তাদের। জমি রেজিস্ট্রি করতে রাত হয়ে যাওয়ায় তারা টাকা নিয়ে দূরের পথে বাড়ি ফিরতে পারেন না। বার বার অনুরোধের পরও তার কোনো বোধোদয় ঘটেনি। একবেলা অফিস করার ফলে ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন জমি ক্রেতা-বিক্রেতারা। শুধু অফিসে আসতে দেরিই নয়, সাব-রেজিস্ট্রার জমি রেজিস্ট্রি করতেও নানা অনিয়ম করে থাকেন বলেও অভিযোগ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নিয়মতান্ত্রিকভাবে দুটো দলিল রেজিস্ট্রি করাতে গেলে দলিল লেখকের সাথে সাব-রেজিস্ট্রার অসদাচরণ করেছেন বলে দাবি করা হয়েছে। শুধু একটা ঘটনাই নয়, প্রায় প্রত্যেক দলিল লেখকের সাথেই তিনি এমন দুর্ব্যবহার করেন বলে দাবি করা হয়। সাব-রেজিস্ট্রারের অসদাচরণ, অনিয়ম ও কর্তব্যে অবহেলার বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন ভুক্তভোগীরা।