আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে বেলগাছী গ্রাম থেকে গাঁজাসেবনের সময় আনিস ও গোলাপকে আটক করেছে। গত মঙ্গলবার রাতে গোলাপের বাড়িতে গাঁজাসেবনের সময় তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গার বেলগাছী গ্রামের নবীছদ্দিনের ছেলে আনিসুর রহমান ও একই গ্রামের মৃত আতর সর্দ্দারের ছেলে গোলাপ দীর্ঘদিন ধরে গাঁজাসেবন করে। গত মঙ্গলবার রাতে গোলাপের বাড়িতে দুজন গাঁজাসেবন করছিলো। এসময় আলমডাঙ্গা থানার এএসআই নাজমুল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গাঁজাসেবনের সরঞ্জামসহ আটক করে। গতকালই তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।