মেহেরপুর অফিস: মেহেরপুর ছহিউদ্দিন ব্রিলিয়ান্ট প্রিক্যাডেট একাডেমির উদ্যোগে প্রতিষ্ঠানটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজমাঠে ওই প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ছহিউদ্দিন ব্রিলিয়ান্ট প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শামীম আরা হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সহসভাপতি আব্দুল হালিম ও মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ মহা. আখতারুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছহিউদ্দিন ব্রিলিয়ান্ট প্রি-ক্যাডেট একাডেমির অধ্যক্ষ নাজনীন নাহার নয়ন। এর আগে সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ফেরদৌস আরা চুন্নীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকম-লী উপস্থিত ছিলেন।