মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ সংহতি সংঘের আয়োজনে গতকাল বুধবার সকাল ১০টার সময় মুন্সিগঞ্জ ফুটবলমাঠে বিজয় চন্দ্র দোবে স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন। গতকাল বুধবার সকাল ১০টায় মুন্সিগঞ্জ ফুটবল মাঠে বিজয় চন্দ্র দোবে স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। প্রথমে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, ব্যাজ প্রদান ও আলোচনাসভা শেষে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন মুন্সিগঞ্জ সংহতি সংঘের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) তরিকুল ইসলাম, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সারোয়ার হোসেন মধু, সাবেক ফুটবলার মাহমুদুল হক লাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক দেবেন্দ্রনাথ দোবে বাবুলাল, শহিদুদ্দোজা মিল্টন, আবিদুদ্দোজা কেবল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহবায়ক হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার সর্মা, গজনবী, মনি খন্দকার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মহাসিন রেজা, বদর উদ্দিন খান লোটন, নাসির হাসান জোয়ার্দ্দার, নাবিলা জোয়ার্দ্দার ছন্দা, সাথী খাতুনসহ রকিব উদ্দিন মাস্টার, মোস্তাফিজুর রহমান পুলক, সরাজ উদ্দিন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মুন্সিগঞ্জ সংহতি সংঘের সেক্রেটারি জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেহালা ইউপি সদস্য যোগেন্দ্রনাথ দোবে হিরালাল। উদ্বোধনী খেলায় পাংশা ও ঈশ্বরদী ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে। টস জিতে ঈশ্বরদী ব্যাট করতে নেমে ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে। জবাবে পাংশা ক্রিকেট একাডেমি মাত্র ১৬ ওভারে ৩ উইকিটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ফলে ৭ উইকেটে জয় পেয়েছে পাংশা ক্রিকেট একাডেমি। খেলাটি পরিচালনা করেন সাদ্দাম, রনি, তাপু সবুজ, রিকু লিপন প্রমুখ।