স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও সরোজগঞ্জে অভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গায় জেলা যুবলীগের আহ্বায়ক কমিটিতে হাজি সামসুজ্জোহা মল্লিক হাসু ও আলমগীর আজম খোকাকে নবগঠিত কমিটিতে নির্বাচিত করায় আনন্দ মিছিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জেলা যুবলীগের নেতৃবৃন্দ তাদের শুভেচ্ছে জানিয়ে এ মিছিল করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য আলমগীর আজম খোকা। বিশেষ অতিথি ছিলেন টফি, খোকন, পাপ্পু, ইকবাল, জিল্লু, সিহাব, সোহাগ হালদার, সোহাগ ২, সিহাব, বিষ্ণু হালদার, সাকিব, সঞ্জু। প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছেলুন ভাই ও নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্বে আগামীদিনের যুবলীগ আন্দোলন সংগ্রামে উপস্থিত হবে।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নঈম হাসান জোয়ার্দ্দারকে আহ্বায়ক করায় নতুন ভা-ারদহ জয় আদর্শ ক্লাবের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধায় জয় আদর্শ ক্লাবের সভাপতি সুজন মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ফারুক হোসেন, ইসলাম, নবী খাঁ, রউফ, হাসেম আলী নুর ইসলাম, শরিফুল ইসলাম, আয়ুব আলী, হেমায়েত আলী, শহিদুল ইসলাম, কাশেম আলী, নজির আহম্মেদ ইলাবক্স, মাহাবুল আনারুল ইসলাম প্রমুখ। এই ক্লাব ২০১৬ নঈম হাসান জোয়ার্দ্দারের হাতে গড়া।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় জেলা যুবলীগের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌর কাউন্সিলর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মতিয়ার রহমান ফারুকের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলতায়েবা মোড়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদের সদস্য আবু মুসা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, জেলা যুবলীগের সদস্য জেলা পরিসদের সদস্য তপন কুমার বিশ^াস, বেলাগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর দে, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আব্দুল আলীম, প্রচার সম্পাদক রেজাউল হক তবা। পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসদু রানা তুহিন।
অপরদিকে আলমডাঙ্গার সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের পক্ষ থেকে নবগঠিত চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই আলোচনাসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোল্লা জাফর, চেয়ারম্যান কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রানা ম-ল, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহবায়ক কামরুজ্জামান শামীম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মতিয়ার রহমান বাবু, কাউন্সিলর মামুন-অর-রশিদ হাসান প্রমুখ।
জামজামি প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গা জামজামির মধুপুর গ্রামের জেলা পরিষদ সদস্য তপন কুমার বিশ্বাস চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জামজামি ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামজামি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রতন শাহ। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য জেলা পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য তপন কুমার বিশ্বাস। আওয়ামী লীগ নেতা রিপন শাহর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন জামজামি ইউনিয়ন আলীগ সাধারণ সম্পাদক রাহাব উদ্দিন ও ইউনিয়ন যুবলীগ সভাপতি ডা. আসাদুজ্জামান ডেভিড। বক্তব্য রাখেন, মিলন আলী, আব্দুর রাজ্জাক খাঁন নান্নু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গীটার, হারদী ইউনিয়ন যুবলীগ সাধারণ আশরাফুজ্জামান, মহিরদ্দিন, জাফিরুল ইসলাম প্রমুখ।
আসমানখালী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার গাংনী মোড়ে যুবলীগের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল মিষ্টি বিতরণ করেছে ইউনিয়ন যুবলীগ। যুবলীগ নেতা সুমন আহমেদ সোজার আয়োজনে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুজ্জামান রিপন, কামাল হোসেন, মাসুদ রানা, মিকাইল, জাফর আলী, শান্তি, সিপন, মান্নান শেখ, হাসিব, ইমাদুল, গাফ্ফার প্রমুখ।