দর্শনা অফিস: দামুড়হুদা থানা পুলিশের অভিযানে দর্শনায় বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেট গ্রেফতার হয়েছেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের নেতৃত্বে এসআই আসাদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল মঙ্গলবার বিকেল ৩ টার দিকে দর্শনা থেকে পৌর বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান বুলেটকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বুলেট দর্শনা পৌর এলাকার পরাণপুরের আব্দুল ওহাবের ছেলে। ওসি আকরাম হোসেন বলেছেন, বুলেটকে নাশকতামূলক কর্মকা-ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গত ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবসের র্যালিতে হামলা ও নাশকতামূলক কার্মকা-ের অভিযুক্ত তালিকাভুক্ত বহু আসামি রয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।