জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার পুনঃগঠিত উথলী এবং নবগঠিত কেডিকে ও মনোহরপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যরা তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল সোমবার বেলা ১১টায় কেডিকে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেডিকে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খায়রুল বাশার শিপলুর সভাপতিত্বে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, উপজেলা পল্লি জীবিকায়ন কর্মকর্তা সামনুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোতাহার আলী, আব্দুস শুকুর সরকার, দলুরউদ্দীন দুলা ও উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশা প্রমুখ। এরপর একইভাবে বেলা সাড়ে ১২টায় মনোহরপুর ইউনয়ন চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁনসহ সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যরা এবং বেলা ২টায় উথলী ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেন।