দামুড়হুদা প্রতিনিধি: আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবসের ঠিক একদিন আগে অর্থাৎ আজ মঙ্গলবার ঋতুরাজ বসন্ত উৎসব। ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রতিবছরের ন্যায় এ বছরও দামুড়হুদা সঙ্গীতা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। বসন্ত সবার প্রাণে দিয়ে যাক দোলা’ এ স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার সকাল ৯টায় দামুড়হুদা উপজেলা স্টেডিয়াম থেকে শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। বিকেলে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। কৌতুক শিল্পী শ্যাম্পু টুকু, যাদুশিল্পী তুষার ইমরানসহ দেশের খ্যাতনামা শিল্পীরা গান গেয়ে মঞ্চ মাতাবেন। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সঙ্গীতা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আসমত আলী বিশ্বাস।