জীবননগর সাংবাদিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সাংবাদিক সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি গতকাল সোমবার শপথগ্রহণ করেছে। বিকেলে শহরের হোটেল থ্রি-স্টারের কনফারেন্স হলরুমে নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদকসহ ১৫ সদস্যের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা।
জীবননগর সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা সামসুল আলমের সভাপতিত্বে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান, জীবননগর প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, সাধারণ সম্পাদক এম আর বাবু ও যুগ্ম সম্পাদক জি এ জাহিদুল ইসলাম। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার কাউন্সিলর সোয়েব আহমেদ অঞ্জন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি অ্যাড. মুন্সী আব্দুর রশিদ প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা জীবননগর সাংবাদিক নব-নির্বাচিত কমিটির সভাপতি আতিয়ার রহমান ও সম্পাদক ফয়সাল মাহতাব মানিকসহ কার্যনির্বাহী কমিটির ১৫ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।