মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়ন মহিলা লীগের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪ টায় মোমিনপুর গ্রামে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সামিরন বেগম। প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা লীগের সভানেত্রী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম। উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা ও পৌর মহিলা লীগের সভাপতি নাবিলা রোকসানা ছন্দা, উপজেলা মহিলা লীগের সভাপতি শেফালী খাতুন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম মিয়া, সাধারণ সম্পাদক খালিদ হাসান মিলন। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন ৩ নং ওয়ার্ড সদস্য মোস্তাফিজুর রহমান নিপুল।