ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামে বিশ্বাস ট্রেডার্সের উদ্যোগে কেরাম প্রতিযোগিতা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকালে কয়রাডাঙ্গা বিশ্বাসপাড়ায় ১৬ দলের নকআউট পর্বে শুরু হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আতিয়ার রহমান। প্রধান অতিথি বিশ্বাস ট্রেডার্সের স্বত্বাধিকারী কাউসার আলী বিশ্বাস। অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক রবিউল হক ঝন্টু, জিনারুল ইসলাম, আমির হোসেন বিশ্বাস, মেহেদী হাসান, হাসীব আলী, সজীব হোসেন, রবীন হোসেন, আলী হোসেন, খোকন আলী বিশ্বাস, রুবেল হোসেন, সাইদুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে জয়ী দলকে নগদ ৭ হাজার টাকা ও রানারআপ দলকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়।