কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার ৩ ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ভাটা মালিককে ১লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুর একটার দিকে উপজেলার মুক্তারপুরের রেড, একই স্থানের নিউ বোস ও কার্পাসডাঙ্গার রাইসা ভাটাকে ইট পোড়ানো ভাটা স্থাপনা ২০১৩ আইনে ৪ ধারা লাইসেন্স ব্যতিত ও ৬ ধারা কাঠ পোড়ানো আইনে এই জরিমানা করা হয়। তাছাড়া ৩ ভাটায় প্রায় আড়াই হাজার মন খড়ি জব্দ করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্নিগ্ধা দাস।