ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নাশকতা প্রতিরোধ ও জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে ১০ বিএনপি-জামায়াত কর্মীসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রবিবার রাতভর অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে ২৭ জন, কালীগঞ্জ থেকে ৭ জন, শৈলকুপা থেকে ১০ জন, হরিণাকুণ্ডু থেকে ৬ জন কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে জামায়াতের ১ ও বিএনপির ৯ নেতাকর্মী রয়েছে।