ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কুড়–লগাছিতে জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণের অপচেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের আহসান আলীর বিরুদ্ধে। গত শনিবার রাতে ওই গৃহবধূ রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গেলে তাকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। এ নিয়ে গতকাল রোববার রাতে দফায় দফায় আপস মিমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে পুলিশ প্রশাসনসহ গ্রামবাসী।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের ধান্যঘরা দক্ষিণপাড়ার রাশিদুল ইসলামের ছেলে তিন সন্তানের জনক আহসান আলী প্রতিবেশির স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। গত শনিবার রাতে ওই গৃহবধূ প্রতিবেশীর বাড়িতে গেলে ফেরার পথে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূর চিৎকারে লোকজন ছুটে আসলে অভিযুক্ত আহসান আলী পালিয়ে যায়।
গোপন সূত্রে জানা গেছে, স্থানীয় কথিত গ্রাম্য মাতব্বর ও স্থানীয় কিছু সাংবাদিকদের সহযোগিতায় মোটা অঙ্কের টাকা নিয়ে বিষয়টি গতকাল রোববার রাতে মিমাংসা করার পাঁয়তারা করছে। যাতে করে আহসানের বিরুদ্ধে কোনো মামলা না করে ভিকটিমের পরিবার।