বেগমপুর প্রতিনিধি: দিনে দুপুরে হিজলগাড়ী-দর্শনা সড়কের দোস্ত গ্রামের কমিনিউটি ক্লিনিকের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা পুলিশ পরিচয় দিয়ে পথচারিকে মারধর করে মোবাইলফোন ছিনতাই করে নিয়ে চম্পট দিয়েছে। দ্রুত পিছু নিয়েও ছিনতাইকারীদের ধরা সম্ভব হয়নি।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের বসুতিপাড়ার আব্দুল হান্নানের ছেলে পলাশ (২৬) গতকাল বিকেল পৌনে ৫টার দিকে বাড়ি থেকে বাইসাইকেলযোগে দোস্ত বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় পলাশ গ্রামের কমিনিউটি ক্লিনিকের সামনে পৌঁছুলে তিনজন মোটরসাইকেল আরোহী তার গতিরোধ করে। এসময় তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দেয় এবং চড়থাপ্পড় দিয়ে পলাশের কাছ থেকে স্যামসাং জে ফাইভ মেবাইলটি ছিনিয়ে নেয়। পলাশ মোবাইল ফোন নেয়ার কারণ জিজ্ঞাসা করলে ছিনতাইকারীরা বলে তুই হিজলগাড়ী ক্যাম্পে আয় ফোন দিয়ে দেব। একথা বলে ছিনতাইকারীরা দ্রুত সটকে পড়ে। পলাশ সাইকেল নিয়ে পিছু পিছু গেলেও তাদেরকে ধরতে পারেনি।