আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে অফিসার ইনচার্জ আবু জিহাদ খানের নির্দেশে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে ১২পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে। গতকাল রোববার সন্ধ্যার পর হাটবোয়ালিয়া হেমায়েতপুর মাঠের ইটভাটার নিকট থেকে তাদেরকে আটক করে।
জানা গেছে, উপজেলার কেশবপুর গ্রামের রুহুল আমীনের ছেলে মাদক ব্যবসায়ী ইমাদুল হক(৩৫) ও বদ্দিনাথপুর গ্রামের ফকির আলীর ছেলে সুকচান (২৫) দীর্ঘদিন যাবৎ মিরপুর ঝুটিয়াডাঙ্গা ও গাংনী এলাকা থেকে ইয়াবা নিয়ে এসে বিক্রি করে। গতকাল সন্ধ্যার পর তারা গাংনী এলাকা থেকে ইয়াবা নিয়ে আসার সময় হাটবোয়ালিয়া ক্যাম্পের এএসআই রওশন আলী ও কনস্টেবল টিপু এবং নজরুলসহ অভিযান চালিয়ে হাটবোয়ালিয়া ও হেমায়েতপুরের মাঠে ইটভাটার নিকট তাদেরকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা উদ্ধার করে। রাতেই তাদেরকে আলমডাঙ্গা থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।