চুয়াডাঙ্গায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
স্টাফ রির্পোটার: ফেব্রুয়ারি মাসকে মাতৃভাষার মাস উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, ‘বাঙালির সকল অর্জনই এসেছে রক্তের বিনিময়ে। ৫২‘তে আমরা রক্ত দিয়ে মায়ের মাতৃভাষা পেয়েছি। স্বাধীনতা অর্জনেও আমাদের রক্ত ঝরেছে। এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। গতকাল শনিবার সকাল ১০টায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়মাঠে (চাঁদমারী) চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব সরকার আখ্যায়িত করে প্রবীণ এই রাজনীতিবিদ উপস্থিত শিক্ষকদের উদ্দেশে তিনি আরও বলেন, বর্তমান সরকার সকল ক্ষেত্রে নজর দেয়ার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে বিশেষ নজর দেয়ায় নিরক্ষরতার হার কমেছে। দেশকে এগিয়ে নিতে হলে প্রাথমিক স্তরে শিশুদের ভিত মজবুদ করতে হবে। আপনাদের মধ্যে ভালো মন্দ দুই গুণই আছে। তবে সবাইকে ভালোটাই গ্রহণ করতে হবে। হুইপ ছেলুন আরও বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে শিশু-কিশোররা আজ অনেক এগিয়ে। এ ধারা ধরে রাখতে পারলে জাতীয় পর্যায়ে আপনাদের সুনাম আরও বাড়বে। পাশাপাশি শিশুর সুস্থ-সুন্দর শারীরিক-মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতির প্রয়োজন অপরিহার্য।’
চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার আবু হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা, অলিম্পিক পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম, সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দীন, আবু তালেব, কামরুজ্জামান কামাল, ফিরোজুল ইসলাম প্রমুখ। এর আগে অতিথিবৃন্দকে উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ব্যাজ পরিয়ে দেয়া হয়। কোরআন থেকে তেলওয়ার করেন শিক্ষক ওয়াহেদ হোসেন। গীতাপাঠ করেন ধুতুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার গোস্বামী। শিক্ষক ফারুক হোসেন ক্রীড়া শপথের মধ্যদিয়ে দিনব্যাপী ৫০টি ইভেন্টে ৪টি গ্রুপের প্রায় চার শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রধান অতিথি মঞ্চে বসে ২টি ইভেন্টের খেলা উপভোগ করেন এবং তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে সদর উপজেলা পরিষদ চত্বরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী শিক্ষক আব্দুস সালাম।