চুয়াডাঙ্গা ছোটশলুয়া সমবায় সমিতির লিজকৃত পুকুর জোরপূর্বক দখলের চেষ্টা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের ছোটশলুয়া গ্রামের কুমিল্লাপাড়ার ২ একর ৬১ শতক জমির একটি পুকুর বাংলা ১৪১৪ সাল থেকে ১৪২৮ পর্যন্ত ১৪ বছর একই উপজেলার চৈতন্য হালদারে ছেলে বাসুদেব হালদারের নামে বন্দবস্ত দেয় সমবায় সমিতির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক শুকুর আলী। সেই থেকে অত্র পুকুরে বাসুদেব হালদার মাছ চাষ করে আসছে। ৪ বছর মেয়াদ থাকা সত্ত্বেও গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মামুন, একই গ্রামের সাহেব আলীর ছেলে শুকুর আলী, শাহাজুদ্দিনের ছেলে আবুল কালাম, মুকুব আলীর ছেলে ইসমাইল হোসেন ও সিদ্দিকুর রহমানের ছেলে ইকবার আলী লোকজন নিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা করে ও পুকুর ইজারাদারসহ পাহাদারকে হুমকি দেয়। এই মর্মে চুয়াডঙ্গা সদর থানায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি প্রশাসনের সুদৃষ্টি কমনা করেছে ভুক্তভোগী সংখ্যালঘু পরিবার।