স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের শাস্তি দেয়ায় রায়কে স্বাগত জানিয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে মিছিলটি চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক অর্থ সম্পাদক রিমন হোসেন, সাবেক সহসম্পাদক বাপ্পি, পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানভির আহমেদ সোহেল, সোয়েব রিগান, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ মাহামুদ, সাবেক উপপ্রকাশনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের অন্যতম নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, আকাশ, যুবলীগ নেতা মন্টা, মোমিন, জান্নাত, কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ জিম, বিপুল, রাব্বি, আকাশ, মিরাজ, শাওন, ফিরোজ, রাব্বি, রিয়ন, সোয়েব পাভেল, স্বাধীন, সাইদুর, আলামিন, পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, আসাদ, মালেক রোকন, সাহেব, ঝলক, শাকিল, সিকদার, সদর থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহম্মেদ রানা, উজ্জ্বল, রিংকু, রাশেদ, মিরাজ, হোস্টেল ছাত্রলীগ নেতা জুয়েল রানা, আলিফনুর, ইসরাইল, রুদ্র, রায়হান, সাঈদ, ইমরান, সোহাগ, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগ নেতা সিপন তরফদার, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগ নেতা সুমন আহম্মেদ, রাতুল, মামুন, রাফি, ছাত্রলীগ নেতা লোসন, অভিসহ জেলা, কলেজ, পৌর ও থানা ছাত্রলীগের নেতাকর্মীরা।
পরিশেষে লন্ডনে বিএনপি-জামায়াত বঙ্গবন্ধুর ছবি অবমাননা করায় আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক সারাদেশে জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করবে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলাতেও উক্ত কর্মীসূচি অনুষ্ঠিত হবে। কর্মীসূচি সফল করবার জন্য জেলা ছাত্রলীগের সকল ইউনিটকে নির্দেশ দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল।