মেহেরপুর অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নে মেহেরপুর সদর উপজেলার শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যায়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মেহেরপর সদর উপজেলার শালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ওই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। শালিকা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মহাসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. শাজাহান আলী, উপদেষ্টা আকবর জালাল, যুগ্মসম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মো. শাহজামান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন। স্বাগত বক্তব্য রাখেন শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল। শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাশ^ত নিপ্পন’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবুল হাশেম, বুড়িপোতা ইউপির ৮নং ওয়ার্ড সদস্য এইচএম আলমগীর হোসেন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ফুলচাঁদ মোল্লা, শিক্ষার্থী সুমাইয়া আখতার প্রমুখ। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।