স্টাফ রিপোর্টার: এনপিএল ক্রিকেট লিগের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৯ম ম্যাচে দর্শনা ডেয়ার ডেভিলস ৬ উইকেটে ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংসকে পরাজিত করে ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট অর্জন করে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে থাকলো। গতকাল শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করে দারুণ শুরু করা ম্যাচে ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস ১৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাফেজ ৫১ ও রাকিব ৩৮ রান করে। জবাবে দর্শনা ডেয়ার ডেভিলস ৯ রানে প্রথম উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে। তবে আশিক ও রানা চাপ শামলিয়ে ১ উইকেটে দলের রানকে নিয়ে যায় ৮৫ রানে। দারুণ লড়ে শেষ ওভারে দর্শনা ডেয়ার ডেভিলসের জয়ের জন্য প্রয়োজন পড়ে ৯ রান। ওভারের প্রথম ৩ বল ডট হলেও ৪র্থ বলে ৬ ও ৫ম বলে ৪ মেরে ১ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দর্শনা ডেয়ার ডেভিলস। ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী দলের সোহান, হাইয়েস্ট উইকেট টেকার ইসমাইল, বিগ সিক্সার এরফান ও বিজীত দলের রাফেজ ৫১ রান করে হাইয়েস্ট উইকেট টেকারের পুরস্কার জিতে নেয়।
ম্যাচ শেষে পুরস্কার বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড ও প্রাইজমানি তুলে দেন চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আলহাজ ইয়াকুব হোসেন মালিক, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, সহসভাপতি এ নাসির জোয়ার্দ্দার, কৃতি অ্যাথলেট জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সাইদুর রহমান মালিক, চুয়াডাঙ্গা জেলা দলের সাবেক কৃতি ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার রেজা ও জেলা দলের সাবেক কৃতি ফুটবলার নীলমণিগঞ্জের টিপু সুলতান।
আজ একই মাঠে সকাল ৯টায় লিগের ১০ ম্যাচে ম্যাচে মুখোমুখি হবে ওয়ালটন কিংস ও কিংস ইলেভেন জীবননগর মুখোমুখি হবে।
চুয়াডাঙ্গায় প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় কেরু উচ্চ বিদ্যালয়ের ১৪৭ রানের বড় জয়লাভ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চুয়াডাঙ্গা ভেন্যুর গতকালের খেলায় কেরু উচ্চ বিদ্যালয় ১৪৭ রানের ব্যবধানে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জাফরপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাটিং করে কেরু উচ্চ বিদ্যালয় ১৮০ রান সংগ্রহ করে। জবাবে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় মাত্র ৩৩ রানে অলআউট হয়। গতকালের খেলাটি পরিচালনা করেন আব্দুল মালেক, টুটুল মোল্লা ও আজিম হায়দার। আজ একই মাঠে মুখোমুখি হবে আলমডাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় ও মুন্সিগঞ্জ একাডেমি।