স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমির ১৬ সদস্য বিশিষ্ট ফুটবল দল ভারতে যাচ্ছে ৫ দিনের সফরে। ১৬ সদস্যের দলে রয়েছে আব্দুল কাদের (গোলরক্ষক), শাওন, রুবেল, রমেশ, সুরুজ, মিল্টন, বাদশা, শিলন, ময়াজ, ইব্রাহিম, সাব্বির, শায়েখ ও শামিম। দলের কোচ মদন কুমার ও ম্যানেজার হিসেবে সঙ্গে থাকছেন আশাদুল হক। ১৬ সদস্যের এ ফুটবল দলকে পরিচালনার জন্য সার্বক্ষণিকভাবে সাথে থাকবেন চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমির পরিচালক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি খেলোয়াড় মাহমুদুল হক লিটন।
একাডেমির পরিচালক মাহমুদুল হক লিটন জানান, সফরকালে ভারতের বাককুল্লাহ, বগলা ও রানাঘাটে ৩টি ম্যাচ খেলবে ফিউচার ফুটবল একাডেমির খেলোয়াড়রা। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ফেব্রুয়ারি ভারতের গেদে বর্ডার দিয়ে ফুটবল টিম ভারতে প্রবেশ করবে। স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথম চুয়াডাঙ্গা থেকে ভারতে যাচ্ছে ফুটবল খেলোয়াড়রা। সেখানে ভালো খেলে জেলার মুখ যাতে উজ্জ্বল করতে পারে সেজন্য আমি জেলাবাসীর নিকট দোয়া কামনা করছি।