কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার চণ্ডিপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক আর নেই। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডিপুর খামারপাড়ার মৃত জয়নাল শেখের ছেলে বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক (৬১) মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল সাড়ে ৪টার দিকে খামারপাড়া মসজিদ চত্বরে জানাজা শেষে আজিজুল হকের লাশে গার্ড অব অনার প্রদান করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ লাইনের পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দিন, লিয়াকত আলী, আবুল কাশেম প্রমুখ।