জীবননগর ব্যুরো: শিশুতোষ কবিতা ফুলের হাসির মোড়ক উন্মোচন করা হয়েছে। অমর একুশের বইমেলাতে গত বৃহস্পতিবার জাহাঙ্গীর আলমের এ কবিতার বাইয়ের মোড়ক উন্মোচন করেন কবি আল-আসাদ। কবি আল মুজাহিদী, কবি জাহাঙ্গীর আলম ও প্রকাশনা সংস্থা বাংলাদেশ বই কো-অপারেটিভ সোসাইটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার সন্তান জাহাঙ্গীর আলম জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি শিশুদের জন্য কবিতা লিখে থাকেন। ফুলের হাসি তার দ্বিতীয় কবিতার বই। ফুলের হাসি কবিতার বইতে কবির ২৮টি কবিতা ঠাঁই পেয়েছে। তার প্রথম কবিতার বই ‘বুনো ঝপে বৃষ্টি এলো’ গত বছর বইমেলাতে প্রকাশিত হয়েছিলো।