দামুড়হুদা উপজেলার বিভিন্ন গ্রামে পথসভা ও গণসংযোগকালে নজরুল মল্লিক
কার্পাসডাঙ্গা প্রতিনিধি : আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়, পথসভাসহ গণসংযোগ অব্যাহত রেখেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা নজরুল মল্লিক। তিনি গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদার কুড়–লগাছি ইউনিয়নের ধান্যঘরা, ঠাকুরপুর, চাকুলিয়া, ফুলবাড়ি, সদাবরী, বুইচিতলা, নতুনগ্রাম এবং দামুড়হুদা সদর ইউনিয়নের মোক্তারপুর, চিৎলাসহ বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ করেন। তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং নৌকা মার্কায় ভোট চান।
এর আগে তিনি বিকেল ৩ টার দিকে কুড়–লগাছি বাজারে পথসভা করেন। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দামুড়হুদার ঐতিহ্যবাহি রায়সার বিলে এলাকার সাধারণ জনগণ মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। কিন্ত বর্তমানে ওই বিলে সাধারণ জনগনতো দুরের কথা প্রভাবশালীদের ভয়ে ব্যাঙ পর্যন্ত ওই বিলে নামতে পারেন না। তিনি জামায়াত-বিএনপির উদ্দেশ্যে বলেন এ সরকারের আমলে দেশের মানুষ অনেক ভালো আছে, শান্তিতে আছে। অহেতুক অরজকতার সৃষ্টি করার চেষ্টা করে লাভ হবে না। তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তারই ঐকান্তিক প্রচেষ্টায় দেশের অন্যান্য নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে তিনি আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. আবু তালেব, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, বাঁকা ইউনিয়নের যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান মাস্টার, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর, বদিউজ্জামান বদর, মহাসিন আলী, হাফিজুর রহমান, ইনসান আলী, আবু কাইজার মাস্টার, আজিমুদ্দিন, হালাল উদ্দিন, সাইফুল ইসলাম, ইউসুফ আলী, মকছেদ আলী, আব্দুল জলিল, নুহবিশ্বাস, আফছার আলী, সিরাজুল মালিতা, হাসান মাস্টার, বাবর আলী, ডাবলু মুহুরি, জীবননগর উপজেলা যুবলীগ নেতা কাজী সামসুর রহমান চঞ্চল, আব্দুল খালেক মাস্টার, আলমগীর, বখতিয়ার, মশিউর রহমান, ছাত্রলীগ নেতা সাইদুর, সবুজ, সজল প্রমুখ।