স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা স্টেশনপাড়ার চিহ্নিত মাদকব্যবসায়ী সাজ্জাদুল আলম সফুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পিটিআই মোড় থেকে তাকে গ্রেফতার করে জেলা গেয়েন্দা পুলিশ। এসময় তার নিকট থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা স্টেশনপাড়ার মৃত মহর আলীর ছেলে সাজ্জাদুল আলম ওরফে সফু। সে এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী। ইতঃপূর্বে বেশ কয়েকবার সে মাদকসহ পুলিশ ও বিভিন্ন বাহিনীর নিকট আটকও হয়েছে। তার বিরুদ্ধে ৫-৭টি মামলাও রয়েছে। সর্বশেষ গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম, এসআই আশরাফুল ইসলাম ও এসআই নিয়াজ মোর্শেদ সঙ্গীয় ফোর্স নিয়ে পিটিআই মোড়ে অভিযান চালায়। এসময় চিহ্নিত মাদকব্যবসায়ী সফুকে গ্রেফতার করে। এসময় ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।