দলের বৃহত্তর স্বার্থে নৌকা প্রতীকের পক্ষে কাজ করুন
দর্শনা অফিস: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন আগামী ৫ জানুয়ারি। এ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে আ.লীগের আবারো মনোনীত প্রার্থী এমপি আলী আজগার টগরের নির্বাচনী প্রচারণা থেমে নেই। তিনি পুরোদমে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। করছেন সভা-সমাবেশ, গণসংযোগ ও দলীয় নেতাকর্মীদের সাথে দফায় দফায় মতবিনিময়সভা। নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলা ও দর্শনা পৌর আ.লীগের নেতাকর্মীদের সাথে পৃথক পৃথকভাবে মতবিনিময়সভা করেছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা আ.লীগের নেতাকর্মীদের সাথে এমপি আলী আজগার টগরের দর্শনা পুরাতন বাজারস্থ বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময়সভার সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। সন্ধ্যার পর একই স্থানে দর্শনা পৌর আ.লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়সভা করেছেন। সভাপতিত্ব করেন দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। পৃথক দুটি মতবিনিময়সভায় নেতাকর্মীদের উদ্দেশে এমপি আলী আজগার টগর বলেন, আপনাদের আন্তরিকতা, দুরদর্শিতা আর অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। আমার নির্বাচনী এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকার সর্বাত্মক চেষ্টার কমতি করিনি। সেইসাথে উন্নয়নমূলক কার্যক্রম করেছি তরান্বিত। অবহেলিত এ জনপদের অনেক উন্নয়ন হয়েছে আ.লীগ তথা মহাজোট সরকারের শাসনামলে। আপনাদের দোয়া, ভালোবাসা ও আকণ্ঠ সমর্থনের প্রেক্ষিতেই দল থেকে আবারো প্রার্থী হিসেবে মনোনীত করেছে। তাই দলের সম্মানকে অক্ষুন্ন রাখতে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দলের স্বার্থকে প্রধান্য দিই। ভুলে যায় সকল ভেদাভেদ। নৌকা প্রতীককে বিজয়ের লক্ষ্য নিয়েই কাজ করি কাধে কাধ মিলিয়ে। আরো শক্তিশালী করি দলের অবস্থানকে। পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, জেলা আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম, উপজেলা আ.লীগ নেতা খলিলুর রহমান ভুট্টো, শহিদুল ইসলাম, নজির আহম্মেদ, বরকত আলী, মুনতাজ আলী, উসমান গণি, ইনু শাহ, গোলাম ফারুক আরিফ, আবু তালেব, মোমিনুল ইসলাম, কেরুজ শ্রমিক নেতা মাসুদুর রহমান, সাবেক শ্রমিক নেতা সহিদুর রহমান, আব্দুস সাত্তার, আব্দুল. রফিক কাবি, হাজি আকমত আলী, মোশাররফ হোসেন, আজাদুল ইসলাম, শফিকুল আলম, আব্দুল হান্নান, সেলিম উদ্দিন, দাউদ হোসেন, আব্দুস কুদ্দুস, আজিজুল জোয়ার্দ্দার, গারিস উদ্দিন, হাসান ড্রাইভার, মান্নান মোল্লা, আব্দুল গফুর, সলেমান, জাহিদুল, ইমরান খান চিনা, মোসলেম জোয়ার্দ্দার, আব্দুল কাদের, আতিয়ার রহমান আতা, জাসদ নেতা জাহাঙ্গীর আলম লুল্লু, হাজি হারুন অর রশিদ প্রমুখ। এছাড়া দুটি মতবিনিময়সভায় দামুড়হুদা উপজেলা ও দর্শনা পৌর যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।