চুয়াডাঙ্গার হাজরাহাটি স্কুলমাঠে আওয়ামী লীগের কর্মীসমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
স্টাফ রিপোর্টার: বিএনপি আমলে আওয়ামীলীগের ওপর যতো অত্যাচার হয়েছে আমরা ক্ষমতায় এসে তার একআনাও করিনি। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামীলীগের নেতা-কর্মীদের হাত পা ভেঙে দিয়েছে, মাথা ফাঁটিয়ে দিয়েছে, হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে দেয়নি। আমার বাড়িতে ডাক্তারখানা, নোঙরখানা খোলা হয়েছিলো। কিন্তু আমরা ক্ষমতায় এসে চোখ রাঙানোও দেখাইনি। অথচ তারা কথায় কথায় বলে আওয়ামীলীগ নির্যাতন চালাচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় হাজরাহাটি ফুটবল মাঠে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের কোনো নেতা-কর্মী বিএনপির গায়ে হাত দেয়নি। আমরা ক্ষমতা দেখাইনি। বিএনপি মোটরগাড়িতে আগুন দেবে, বোমা মেরে মানুষ মারবে, রেললাইন উপড়াবে, রাস্তার ওপর গাছ ফেলবে, বিভিন্নভাবে মানুষকে হয়রানি করবে আর মামলা হবে না তা হয় না। আমরা না করলেও পুলিশ বাদি হয়ে মামলা করবে। সমাবেশে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন শেখ হাসিনাকে সাহসী রাষ্ট্রনায়ক উল্লেখ করে বলেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর জন্য টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু শেখ হাসিনা এদেশের টাকায় পদ্মা সেতু করার ঘোষণা দিয়েছেন। আজ দেশের টাকায় পদ্মা সেতু হচ্ছে। অন্য কেউ হলে এ সাহস দেখাতো না। শেখ হাসিনার সততা আছে। সাহস আছে। তার কোনো বিকল্প নেই। মা’র চেয়ে মাশির দরদ বেশি হয় না। আজ পাকিস্তানের কথায় খালেদা জিয়া চলছে। অথচ তারা নির্বাচনের আগে বলেছে আওয়ামীলীগকে ভোট দিলে মসজিদে উলুর ধ্বনি হবে। দেশ বিক্রি হয়ে যাবে। আজ প্রমাণ হয়েছে আওয়ামলীগ ক্ষতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় গেলে লুটপাট হয়। তারা এতিমদের টাকারও লোভ সামাল দিতে পারে না। ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি হারান ম-লের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাছুদুজ্জামান লিটু, কোষাধ্যক্ষ আলি রেজা সজল, প্রচার সম্পাদক ফেরদৌস আরা সুন্না, উপ-প্রচার সম্পাদক শওকত আলি বিশ্বাস, যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ উদ্দিন চন্দন, দফতর সম্পাদক অ্যাড আবু তালেব বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, আওয়ামীলীগ নেতা গোলাম রসুল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতান আরা রতœা, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল ইসলাম মানু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, সাবেক যুবলীগ আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা হাফিজ সরকার, শাহজামাল, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাবুল হোসেন ও ওয়ার্ড ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আক্তার হোসেন প্রমুখ। কর্মীসভা পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ।