গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর নওপাড়া ও হাড়াভাঙ্গা গ্রামে পৃথক দু’টি সংঘর্ষে দু’জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ সংঘর্ষ হয়। আহতরদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতর হচ্ছেন নওপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (২০) ও হাড়াভাঙ্গা গ্রামের হায়দার আলী (৩৫)।
জানা গেছে, নওপাড়া গ্রামের জাহিদুল ইসলামের সাথে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী রব্বিরুল ইসলামের কথাকাটাকাটি হয়। এসময় রব্বিরুল জাহিদুলকে মারধর করলে রক্তাত্ত জখম হয়। অপরদিকে, হাড়াভাঙ্গা গ্রামের মাঠে হায়দার আলীর গম ক্ষেতের ভেতর দিয়ে প্লাস্টিকের পাইপ টানে একই গ্রামের সাজু মিয়া। এতে উভয়ের মধ্যে বাকবিত-তা বাঁধে। হায়দারকে মারধর করে সাজু। বিকেলে পুনরায় সাজুর লোকজন জড়ো হয়ে হায়দারকে হাড়াভাঙ্গা সেন্টারপাড়ায় পিটিয়ে জখম করে।