চুয়াডাঙ্গা মোমিনপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে হুইপ সেলুন এমপি
মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মোমিনপুর রেলস্টেশন সংলগ্ন মুক্তিযোদ্ধা কার্যালয় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন এমপি ফিতে কেটে উদ্বোধন করেন। তিনি প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বলেন দেশের জন্য যারা আত্মহুতি দিয়েছেন তাদের আবদান ভুলে গেলে চলবে না। দেশের শ্রেষ্ঠ সন্তানদের ভুলে যাওয়া উচিৎ হবে না।
সেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাই এর কোনো ছোট বড় নেই। দীর্ঘ ৪৬ বছর আগে আমরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। উদ্দেশ্য একটাই পাকিস্তানী হানাদার বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করা। এদেশের মাঠি থেকে হানাদার উৎখাত করে জান বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছি। অনেক সহ যোদ্ধোকে যুদ্ধের মাঠে হারিয়েছি । আজ তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। দেশের জন্য যারা আত্মহুতি দিয়েছেন তাদের আবদান ভুলে গেলে চলবে না। দেশের শ্রেষ্ঠ সন্তানদের ভুলে যাওয়া উচিৎ হবে না। এ সময় তিনি দেশের সকল শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরত কামনা করেন।
উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাকার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, সাবেক থানা কামান্ডার আ.শু. বাঙালী, মুক্তিযোদ্ধা গোলাম ছারোয়ার। উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আশরাফুল হক আশু, সাবেক মেম্বার বাবলু হোসেনসহ ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান নিপুল।
অরপদিকে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন এমপি উপস্থিত হয়ে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম সোনা, অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ উদ্দিন আহম্মেদ, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, হাসানুজ্জামান হান্নান, কলেজের অধ্যক্ষ আবু নাসির, সাবেক মেম্বার মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আবু তাহের, শাকের আলী, সালাউদ্দিন, আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, মতিন মেম্বার, ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি শিলন, সাংগঠনিক সম্পাদক বকুলসহ স্থানীয় নেতা-কর্মী ও কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা।