মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের গড়চাপড়া গ্রামের বসত বাড়িতে আগুন লেগে তামাক ঘর, দুটি গরু ও ৮ বিঘা জমির ধানের বিচুলি পুড়ে ভস্মিভূত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে কয়েকটা শিশু আগুন নিয়ে খেলা করতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটে। আলমডাঙ্গার দমকল বাহিনী ও স্থানীরা এ সময় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের পূর্বপাড়ায় একটি তামাক ঘরের পাশে কয়েকটি শিশু খেলার ছলে আগুন মুরগির পালক ও খড় কুটোতে আগুন লাগিয়ে দেয়। সেইখান থেকে গ্রামের মকসেদ আলীর ছেলে নাজের আলীর তামাক ঘরে আগুন লাগে। তামাক ঘর থেকে গোয়ালঘর ও বাড়ির ছাদে থাকা ৮ বিঘা জমির বিচুলির গাদায় আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া গোয়াল ঘরে থাকা দুটি গরু পুড়ে যায়। সংবাদ পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে।