গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর সাহরারবাটি গ্রামে পেঁয়াজ বোঝাই স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান আলমসাধু উল্টে ইসরাফিল হোসেন বাবু (২৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাফিল হোসেন বাবু সদর উপজেলার শৈলমারী গ্রামের দাউদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে বাড়ি থেকে পেঁয়াজ বোঝাই করে আলমসাধু চড়ে চুয়াডাঙ্গার আলমাডাঙ্গা বাজারে যাচ্ছিলেন বাবু। ফাঁকা সড়ক পেয়ে দ্রুত থেকে দ্রুত গতিতে আলমসাধু চালাচ্ছিলেন এর চালক। গাংনী-কাথুলী সড়কের সাহারবাটি এলাকায় পৌঁছুলে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় আলমসাধু নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বাবু নিহত হয়। চোখের সামনে এমন দুর্ঘটনা দেখতে পেয়ে ছুটে আসেন সড়কে থাকা কয়েকজন। অল্প সময়ের মধ্যে আলগামনের নিচ থেকে বাবুকে বের করা হলেও তাকে বাঁচানো যায়নি। ঘটনার পরই আলগামন চালক পালিয়ে যায়। সে সামান্য আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও পেঁয়াজ বোঝাই আলমসাধুটি উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্বজনরা পুলিশের কাছ থেকে মরদেহ নিয়ে গেছেন। এ বিষয়ে কোনো মামলা হয়নি।