বিদেশি টুকরো

সিরিয়ায় মার্কিন হামলায় শতাধিক সেনা নিহত

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার পূর্বাংশে মার্কিন বিমান হামলা ও কামানের গোলায় শতাধিক সরকারি সেনা নিহত হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, দেইর আল-জুর অঞ্চলে সিরিয়ান সেনাদের একটি হামলার পর ওই পাল্টা হামলা চালানো হয়। সিরিয়ার সেনারা যে বিদ্রোহী স্থাপনাটিতে হামলা চালিয়েছিলো সেখানে মার্কিন সামরিক উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা প্রমাণ করে যে সিরিয়াতে বিভিন্ন দেশের সামরিক উপস্থিতি একটি বিপজ্জনক অবস্থা তৈরি করেছে। সিরিয়ায় এখন ইসলামিক স্টেট প্রায় সম্পূর্ণ পরাজিত হয়েছে, কিন্তু সেখানে বাশার আল আসাদ সরকারের সেনাবাহিনী ও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী ছাড়াও মার্কিন, তুর্কি, রুশ এবং ইরানী সেনাদল রয়েছে। সিরিয়ার সংবাদমাধ্যম এর নিন্দা করে বলেছে, এটি হচ্ছে সন্ত্রাসবাদের সমর্থনে এক নতুন আগ্রাসন।

তাইওয়ানে ভূমিকম্পে ১০ জনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: তাইওয়ানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০য়ে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ৬৭ জন। এতে আহত হয়েছে ২৬০ জনের বেশি মানুষ। গত মঙ্গলবার গভীররাতে দেশটির পূর্বাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। পরে বুধবার রাতে বন্দর নগরী হুয়ালিনে ফের ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৫.৭। গত মঙ্গলবারের ভূমিকম্পের পর ছোট ছোট আরও ২শ ভূমিকম্প হয়েছে বলে খবর পাওয়া গেছে। ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৬৭ জন। তাদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলের কর্মীরা।

অভিনেতা জিতেন্দ্রর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

মাথাভাঙ্গা মনিটর: বলিউডের বর্ষীয়াণ অভিনেতা ও তুষার ও একতা কাপুরের বাবা জিতেন্দ্রর (৭৫) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন তার এক ঘনিষ্ঠ আত্মীয়। গতকাল বুধবার হিমাচল প্রদেশে এ নিয়ে পুলিশে অভিযোগ করেছেন তিনি। অভিযোগকারিণীর দাবি, এই ঘটনা ঘটে ১৯৭১ সালের জানুয়ারি মাসে যখন তার বয়স ছিলো মাত্র ১৮, জিতেন্দ্র তার থেকে বয়সে ১০ বছরের বড়। দীর্ঘ ৪৭ বছর হেনস্থার কথা প্রকাশ্যে আনার সাহস পাননি তিনি। বিশ্বজুড়ে মিটু প্রচার দেখে তিনি অবশেষে মুখ খোলার সাহস জুটিয়েছেন। পরিচিত, নিজের পরিবার ও আত্মীয়দের মধ্যেই যৌন হেনস্থার শিকার মেয়েদের প্রতিবাদ করার কথা বলে মিটু প্রচার চলে। ওই আত্মীয়া বলেছেন, বাবা মা বেঁচে থাকার সময় খোদ ভাইপোর হাতে মেয়ের যৌন নিগ্রহ হয়ে জানতে পারলে ভেঙে পড়তেন তারা। তাই তাদের মৃত্যুর পর তিনি এ কথা জনসমক্ষে আনার সিদ্ধান্ত নেন।

অপহরণ করে মডেলকে যৌনদাসি হিসেবে বিক্রির চেষ্টা!

মাথাভাঙ্গা মনিটর: ইতালির মিলান থেকে অপহরণ করে এক মডেলকে যৌনদাসী হিসেবে বিক্রি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনোভাবে অপহরণকারীদের হাত থেকে ছাড়া পেয়ে নিজের জীবন বাঁচান তিনি। ঘটনাটা শুনে চোখ কপালে উঠতেই পারে। তবে এমনটাই ঘটেছে কোলে এলিন নামের এক মডেলের সঙ্গে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ফটোশুটের নাম করে কোলে এলিনকে প্রথমে একটি স্টুডিওতে ডাকা হয়। এরপর ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়া হয় তাকে। এরপরই শুরু হয় কোলেকে যৌনদাসী হিসেবে বিক্রি করে দেয়ার চেষ্টা।

অজ্ঞান করার পর একটি বড় বাক্সে ভরে তাকে গাড়িতে তোলা হয়। একটি গোলাপী রঙের জামা এবং মোজা পরিয়ে হাত-পা বেঁধে দেয়া হয় এলিনের। জ্ঞান ফেরার পর এলিন বুঝতে পারেন, তার হাত-পা শক্ত করে বাঁধা এবং মুখও বন্ধ করে দেয়া হয়েছে। শুধু মাত্র বাক্সের একটি ফাঁক দিয়ে তার নিঃশ্বাস চলছে। মিলান থেকে উত্তর ইতালির একটি গ্রামে নিয়ে যাওয়া হয় এলিনকে। এরপর ২০ কোটিতে তাকে বিক্রির চেষ্টা করা হয় বলে অভিযোগ।