জীবননগর ব্যুরো: জীবননগরের পেয়ারাতলায় অভিযান চালিয়ে এডুকেশন কোচিং সেন্টারে তালা ঝুলিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। একই সাথে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কোচিং সেন্টারের পরিচালক সোহেল রানাকে ২ হাজার টাকা অর্থদ- করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসরোধে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে দেশের সমস্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেন সরকার। কিন্তু সরকারের নির্দেশ উপেক্ষা করে সোহেল রানা তার পরিচালনায় উপজেলার পেয়ারাতলা বাসস্ট্যান্ডে অবস্থিত এডুকেশন কোচিং সেন্টার বন্ধ না করে নিয়মিত কোচিং করাচ্ছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা গতকাল বুধবার বিকেল ৪টায় ওই কোচিং সেন্টারে গিয়ে সেটি বন্ধ করে দেন এবং একই সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কোচিং সেন্টারের পরিচালক সোহেল রানাকে দু’হাজার টাকা জরিমানা করেন।
আদালতের বিচারিক হাকিম সেলিম রেজা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী জীবননগর উপজেলাধীন সকল কোচিং সেন্টারের পরিচালনাকারীদের এসএসসি পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বন্ধ রাখার জন্য বলা হয়েছে। কেউ এ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।