স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলকসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল মোমেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজাহান খানম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সরকারি কৌশলী (জিপি) অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ.স.ম. আব্দুর রউফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন ও সাংবাদিক সমিতির সভাপতি অ্যাড. রফিকুল ইসলামসহ বিভিন্ন দফতরের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা যথাযোগ্য মর্যাদায় পালনে সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে সরকারি কলেজ চত্বরে সুশৃঙ্খলভাবে শহীদ দিবসের পুষ্পমাল্য অর্পণ করতে হবে। আগামী ২২ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে জাতীয় সঙ্গীত দল গঠন করা হবে। এ দল আগামী ২৬ মার্চ দেশব্যাপী একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করবে। এজন্য জাতীয় সঙ্গীত দলকে প্রস্তুত হতে হবে। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা নিয়ম মেনে অর্ধনমিত রাখতে হবে।